গাইবান্ধায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  25-01-2020 07:13PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড়ের মধ্য ধানঘড়া, কামারজানি ইউনিয়নের বাটিকামারী, কড়াইবাড়ি, সাদুল্যাপুরের দামোদরপুরের দামোদরপুর, ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর এলাকার দরিদ্র অসহায় ৪০০ শীতার্ত মানুষের মাঝে শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান।

শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুর রহিম, অর্থ সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক হোহিনুর বেগম সাদুল্যাপুর উপজেলা আবু তাহের উজ্জল চৌধুরী, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, সদস্য আছিয়া বেগম, রোজিনা বেগম, শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল এই বুঝি খুলে গেল অপার সম্ভাবনার দুয়ার। কিন্তু দেশ স্বাধীনের ৪৮ বছরেও শীত থামানোর সামান্য বস্ত্রটুকু কেনার সামর্থ্য সংখ্যা গরিষ্ট মানুষের নেই। গরম কাপড়ের অভাবে শ্রমজীবী মানুষ কনকনে শীতে কাবু বিধ্বস্ত, শীতের প্রকোপে ঘায়েল শিশু ও বৃদ্ধ। শীতে জবুথবু হয়ে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষেরা। তাই বক্তারা দেশের সকল বিত্তবানদেরকে শীতার্ত খেটে-খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন