হিলি সীমান্ত দিয়ে পাচারকালে ৮৩ কেজি ইলিশ জব্দ

  26-01-2020 07:13PM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের হিলি চেকপোস্ট এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দেশীয় ৮৩ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকালে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় ট্রাক থেকে এই মাছগুলো উদ্ধার করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া সাংবাদিকদের জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক হিলি স্থলবন্দরে পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় ট্রাকে করে অবৈধভাবে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করে। যার ওজন ৮৩ কেজি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন