দক্ষিণ সুরমায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  27-01-2020 07:37AM

পিএনএস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় কিন ব্রিজের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ব্রিজের পার্শ্ববর্তী ফরিদা ম্যানশনের সামনের দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণ সুরমার ফরিদা ম্যানশনের সামনের হাসান টেন্ডার্সের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে হাসান টেন্ডার্স থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পাশের জুয়েল টেডার্সে। খবর পেয়ে প্রথমে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সিলেট ফায়ার স্টেশনের ডিডি কোবাদ আলী সরকার ও ফায়ার স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন