রামগঞ্জে ধর্মান্তরিত ব্যক্তিরা ভারতীয় নাগরিক, আইনিভাবে প্রেরণ

  27-01-2020 06:57PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডাক্তার বাড়ির মজিবুল হকের ছেলে মনির হোসেন ওরফে শঙ্কর অধিকারীর শিশু স্ত্রীসহ একই পরিবারের ১১ জন হিন্দু ধর্মান্তরিত হওয়ার পর পুলিশ হেফাজতে রাখার পর তাদের আজ সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়েছে বলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গতকাল রাতে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, মনির হোসেন নামে যিনি ধর্মান্তরিত হয়েছেন তার কাছে ভারতীয় বৈধ পাসপোর্ট পেয়েছি, যাতে তার নাম শঙ্কর অধিকারী। তার সাথে অন্য যারা আছেন তাদের কয়েক জনেরও বৈধ ভারতীয় পাসপোর্ট আছে। তারা গত বছরের ১৪ আগস্ট ২ মাসের ভিসা নিয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা বাংলাদেশে অবস্থান করছিলেন।

উল্লেখ যে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারীর বাড়িতে শুক্রবার রাতে তাফসিরুল কোরান মাহফিলে মাওলানা মিজানুর রহমান আযহারীর কাছে হিন্দু পরিচয়ে কালেমা পাঠ করিয়ে মুসলমান হওয়ায় উপজেলা ব্যাপী সর্ব মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের ১১ জনকে আটক করে হেফাজতে রাখে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন