বরিশালে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  27-01-2020 10:05PM

পিএনএস ডেস্ক : বরিশালে আগ্নেয়াস্ত্র, মাদকসহ শীর্ষ সন্ত্রাসী মো. আরিফ খন্দকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাত ১২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আরিফ খন্দকার বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের প্রয়াত কাশেম খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

সোমবার র‌্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাটারখাল সংলগ্ন কোস্টগার্ডের জেটি এলাকায় অভিযান চালিয়ে আরিফ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক মো. লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন