দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর

  28-01-2020 12:03AM



পিএনএস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কৃষি জমি ও কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে ইটভাটা দুটির কতৃপক্ষকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জুলধা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ও ভাঙা হয়। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন অভিযান পরিচালনা করেন।

মোয়াজ্জেম হোসেন জানান, পায়রা ব্রিকস ও এইচটিএম ব্রিকস নামে ইটভাটা দুটি কৃষি জমি ও কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছিল। পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে পায়রা ব্রিকসকে ২০ লাখ, এইচটিএম ব্রিকসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া ইটভাটা দুটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম ডিবিশনাল ল্যাবটরি ডিইরেক্টর মোহাম্মদ নুরুউল্লাহ্ নুরী, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন, পরিদর্শক হারুনু রশীদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন