শেরপুরে নাইটকোচ থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  17-02-2020 05:19PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী নাইটকোচে অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিলসহ বাবু মিয়া(৩০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবু মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার চরবক্তারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, বাবু মিয়া দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটি ম্যাচ ভাড়া করে মাদক ব্যাবসা করে আসছিল। সে রোববার রাতে ফেন্সিডিল নিয়ে হানিফ এন্টার প্রাইজের(ঢাকা মোট্টো-ব-১৪-৭০৭৩) একটি কোচে দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় কোচটি থামিয়ে বাবু মিয়াকে আটক করা হয় এবং ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, আটক বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার(১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন