মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পার্শে পোনাসহ ট্রলার জব্দ

  18-02-2020 12:50PM

পিএনএস ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পার্শে (ফাইস্যা) মাছের পোনাসহ ৩ জেলে ও একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ভ্রাম্যমান আদালত আটক ৩ জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও মাছগুলো নদীতে অবমুক্ত করেছেন।

মঙ্গলবার বেলা ৮টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম ট্রলারটি আটক করে। সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটি আটক হয়।

কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আটক জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টে দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, আশাশুনি উপজেলার গফ্ফার সরদার (৪০), নয়ন সরদার (২৫) ও শফিকুল সরদার (২৮)।

সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন