বগুড়ায় রেটিনা কোচিং থেকে শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

  20-02-2020 06:06PM

পিএনএস : বগুড়ায় রেটিনা কোচিং সেন্টার থেকে ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে গোপন বৈঠককালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

গ্রেফতার ৯ জন হলেন- ইসলামী ছাত্র শিবির বগুড়া সরকারি আজিজুল কলেজ শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ফোকাস কোচিং সেন্টারের দপ্তর সম্পাদক ইউনুছ, ছাত্র শিবির শহর শাখার সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, শিবিরের সাথী দেলোয়ার হোসেন সাঈদী, এনামুল হক, তৌহিদুল ইসলাম, আল আমিন, আব্দুর রহমান ও ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিক। তাদের কাছ থেকে ৫টি জিহাদি বই ও বেশ কিছু সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার সন্ধ্যার পর রেটিনা কোচিং সেন্টারে গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেফতার ৯ জনসহ আরও ৭-৮ জন। এ সময় তারা সরকারবিরোধী লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন