নবাবগঞ্জে মহান শহীদ দিবস পালিত

  21-02-2020 07:20PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে প্রভাত ফেরি বের হয়ে তা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়।সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান,অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল ও শিক্ষার্থী আইরিন আকতার।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন