তানোরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  21-02-2020 09:36PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ফরমান সাহা (১৪) নামে বখাটে যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এ দ-াদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ফরমান সাহা তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার ফজর সাহার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফরমান নামে এক যুবক কয়েকজন স্কুল ছাত্রীকে উত্যক্ত করে। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান স্থলের মঞ্চে বসে থাকা ইউএনওকে ওই ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি অবহিত করে। এ তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। এ সময় অভিযুক্ত ফরমানকে আটক করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো এ প্রতিবেদককে জানান, ছাত্রীদের উত্যক্তের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা রয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন