নাটোরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

  22-02-2020 03:20AM

পিএনএস ডেস্ক: নাটোরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকার আব্দুল লতিফ কাজীর ছেলে ও দয়ারামপুর শহীদ জিয়াউর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র সোহানুর রহমান বিকেলে বাড়িতে ফিরছিল। এ সময় তার মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপরদিকে নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহীর আব্দুস সামাদের পুত্র গোলাম নবী তার শ্বশুর বাড়ি চন্দ্রকোলায় বেড়াতে আসেন। সেখান থেকে আব্দুস ছাত্তারের ছলে ফয়সালের (শ্যালক) সঙ্গে মোটরসাইকেল নিয়ে নাটোর বাজারে বেড়াতে যান। সন্ধ্যায় নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাকে চাপা দেয়। এ সময় গোলাম নবী ও ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন