তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

  24-02-2020 07:48AM

পিএনএস ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনু মিয়া (৪২) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ ।

নিহত মনু মিয়া জিয়নপুর এলাকার আবদুল গণি মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মনু মিয়ার সঙ্গে প্রতিবেশী সায়েদ মোল্লার পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। শনিবার সায়েদ এলাকায় প্রচার করেন মনু মিয়া তার বাবা-মাকে দেখভাল করেন না। এ নিয়ে মনু ও সায়েদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে দুইজনের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মনু মিয়ার মাথায় গুরুতর জখম হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, এ ঘটনায় সায়েদ ও তার ছেলে মো. রাজিনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আহত সায়েদকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন