থানা দালালমুক্ত রাখতে ব্যতিক্রম উদ্যোগ

  25-02-2020 04:00PM


পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা দালালমুক্ত রাখতে ওসি জিয়াউর রহমান থানায় সেবা নিতে আসাদের জন্য ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। অনুমতি ছাড়াই ওসির কক্ষে প্রবেশ করে সরাসরি ওসিকে সমস্যার কথা বলতে পারবেন। থানার অফিস কক্ষে ঢুকতেই কাঁচের দরজায় চোখে পড়বে এ সংক্রান্ত নির্দেশনা।

এছাড়াও থানায় কোন প্রকার টাকা ও জমি উদ্ধার সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণ করা হবে না বলেও নির্দেশা দেয়া হয়েছে। এবিষয়ে ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ওসি অপারেশন মিন্টু রহমান, ওসি তদন্ত কবির হোসেনসহ সদর থানার সকল পুলিশ সদস্য মানুষের নিরাপত্তা ও সেবা দিতে কাজ করে যাচ্ছে।

তিনি আরো জানান, সদর থানা এলাকার ভেতর যে কোন সমস্যা হলে থানায় অথবা ৯৯৯ এ ফোন দিলেই পুলিশ সাথে সাথে সমস্যা নিরসনে এগিয়ে যাবে। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকার আহ্বানও জানিয়েছেন ওসি জিয়াউর রহমান।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন