‘হাতধোয়া’ কর্মসূচি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  26-03-2020 12:18PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘হাতধোয়া’ কর্মসূচি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের এতিম স্কুল রোডের কিছু যুবক ‘হাতধোয়া’ কর্মসূচি পালন করে। এ সময় পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামের এক ব্যক্তির হাতে স্প্রে দিতে গেলে তিনি তাদেরকে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে পশ্চিম কাজলশাহ এলাকার বাসিন্দা ও এতিম স্কুল এলাকার বাসিন্দাদের মধ্যে দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এতিম স্কুল রোডের বেশ কিছু যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দা গিয়াস মিয়ার বাসায় হামলা চালায় এবং ভাঙচুর করে কয়েকটি দোকান। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে অন্তত ২০ জন আহত হয়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন