করোনাভাইরাস : নরসিংদীতে যানবাহন জীবাণুমুক্তকরণে এক যুবক

  26-03-2020 09:08PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জনসমাগম এড়াতে জেলাজুড়ে চলছে জেলা প্রশাসন ও পুলিশের অভিযান। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদী শহরে ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহন ও যাত্রীদের জীবাণুমুক্তকরণ করতে দেখা গেছে কামরুজ্জামান পাভেল নামে এক যুবককে। তিনি রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার ছেলে।

পেশায় একটি বেসরকারি রিয়েল এস্টেট কোম্পানীর মার্কেটিং অফিসার পাভেল এ প্রতিবেদককে জানান,করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। এজন্য তার এক চিকিৎসক মামার কাছ থেকে জীবাণুমুক্তকরণের নিয়ম জেনে নেন তিনি। চিকিৎসকের দেয়া নিয়ম অনুযায়ী জীবাণুমুক্তকরণের জন্য স্প্রে মেশিন ও জীবাণুনাশক কিনে তৈরি করে নিজ মোটরবাইকে করে ঘুরে ঘুরে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে কাজ করছেন তিনি। বৃহস্পতিবার নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে চলাচলকারী ইজিবাইক, মোটরবাইক, রিকশাসহ এসব যানবাহনের যাত্রীদের স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করেন তিনি। যতদিন করোনা ভাইরাস সংক্রমণ থাকবে ততদিন নিজ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী জীবাণুনাশক স্প্রে করে যাবেন বলে জানান স্বেচ্ছাসেবী যুবক পাভেল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন