বিধবা আকলিমাকে হত্যা করল কারা?

  28-03-2020 02:17AM

পিএনএস ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলায় আকলিমা বেগম (৫০) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মাড়িয়া এলাকার একটি নালা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম মাড়িয়া গ্রামের মৃত আবুল কাশেম মোল্লার স্ত্রী।

দুপুরের পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর হত্যা রহস্য জানা যাবে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজশাহীর চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, নিহত আকলিমা বেগম দুই মেয়ে ও একটি ছেলের জননী। ছেলে জার্মান আলী শ্বশুর বাড়ি পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামে বসবাস করেন। দুই মেয়েও বিয়ের পর স্বামীর সংসারে। ফলে অনেকদিন ধরেই আকলিমা বাড়িতে একা থাকতেন।

শুক্রবার সকালে মাড়িয়া এলাকার আম বাগানের মাঝের নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের স্বজনরা।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন