করোনার প্রভাব : বেগুনের কেজি ২, মুলা ১ টাকা

  28-03-2020 07:17PM

পিএনএস ডেস্ক : করোনার প্রভাব পড়েছে বগুড়ায় পাইকারি সবজির হাটে। ব্যবসায়ীরা না আসায় পানির দামে বিক্রি হচ্ছে সবজি। এতে ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা।

করোনা ভাইরাসের প্রভাবে বগুড়ার পাইকারি হাট বাজারগুলোতে কমেছে সব ধরণের সবজির দাম। প্রতি কেজি বেগুন দুই টাকা, মুলা এক টাকা, মিষ্টি কুমড়া ৭ টাকা এবং মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়।

পানির দামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা।

পণ্য পরিবহনে সরকারিভাবে তেমন নিষেধাজ্ঞা না থাকলেও স্থানীয় প্রশাসনের চাপে ট্রাক চলানো যাচ্ছে না বলে জানান চালকরা। আর এজন্য দূর দূরান্ত থেকে সবজির পাইকারি ক্রেতারাও আসছে না ।

বগুড়ার পাইকারি হাটে কম দামে সবজি বিক্রি হলেও শহরে কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ২০ টাকা, মুলা ১০ টাকা, পটল ৫০ টাকা এবং কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন