শেরপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ট্রাক চালক নিহত

  29-03-2020 03:24PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

রোববার (২৯মার্চ) সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ট্রাক চালকের নাম মো. মাসুদ রানা (২৫)। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার শরীয়তপুর নয়াপাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেতে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক-হেলপারসহ পাঁচজন গুরুতর আহত হন। এছাড়া দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং ট্রাকের ভেতর আটকে থাকা চালক মাসুদ রানাসহ অন্যান্য আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক মাসুদ রানা মারা যান বলে এই কর্মকর্তা জানান।

শেরপুর থানার ডিউটি অফিসার পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন