বগুড়ায় করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ২

  29-03-2020 06:03PM

পিএনএস ডেস্ক : বগুড়ায় করোনা সন্দেহে দুই রোগীকে ভর্তি করা হয়েছে মোহাম্মদ আলী হাসপাতালে। তাদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় এবং ২৬ বছর বয়সী এক যুবক কুমিল্লা থেকে তার বাবার কর্মস্থল বগুড়ার কাহালুতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন।

রবিবার দুপুরের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ওই দুজনের মধ্যে ধুনটের বাসিন্দা ঢাকায় থাকতেন। তিনি বাড়ি ফিরে জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে রবিবার দুপুরে হাসপাতালে আসেন। তাঁকে ভর্তির পর প্রাথমিক পরীক্ষ-নিরীক্ষা করা হয়েছে। তার ফুসফুসের অবস্থা ভালো। অপর যুবকের অবস্থা তুলনামূলক খারাপ। তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। করোনা ইউনিট হিসেবে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এই হাসপাতালকে করোনা ইউনিট হিসেবে প্রস্তুত করা হলেও এখানে পূর্ণাঙ্গ চিকিৎসা সরঞ্জাম নেই। সেসবের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। সরঞ্জাম পাওয়া গেলে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তারপরও যারা এই রোগে সংক্রামিত মনে করবেন, তাদের এখানে ভর্তি করা হবে এবং রোগের লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন