মৌলভীবাজারে কোয়ারেন্টাইনে থাকা ৩৩৭ জন পেলেন ছাড়পত্র

  29-03-2020 08:09PM

পিএনএস ডেস্ক : প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৬২১ জনের মধ্যে ৩৩৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৮৪ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

মৌলভীবাজার সিভিল কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৭ উপজেলায় প্রবাসীসহ তাদের আত্মীয় স্বজনের মধ্যে ৬২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া ৩৩৭ জনের কারো মধ্যে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ জানান, কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয় থাকলেও আশার কথা হচ্ছে এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় এ ভাইরাস সংক্রমিত কোন রোগী পাওয়া যায়নি।

তিনি আরও জানান, একমাত্র জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকা যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন