আইসো‌লেশ‌ন ইউনিট থে‌কে যুবকের পলায়ন

  01-04-2020 08:08PM

পিএনএস ডেস্ক : জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোলা সদর হাসপাতা‌লের আইসো‌লেশন ইউনিটে ভর্তি হওয়া এক যুবক পা‌লিয়ে গেছেন। বুধবার ভোলা সি‌ভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নি‌শ্চিত করেন।

রতন কুমার ঢালী বলেন, ওই যুবক মঙ্গলবার জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে ভোলা সদর হাসপাতা‌লে এলে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ বুধব‌ার করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করার কথা ছি‌ল। কিন্তু তিনি আইসোলেশন ইউনিট থে‌কে পা‌লি‌য়ে গেছেন। কেন তিনি পালিয়ে গেলেন, তা জানা যায়নি। তবে তাঁর খোঁজ করা হচ্ছে।

‌সিভিল সার্জন জানান, ভোলার সাত উপ‌জেলায় এ পর্যন্ত ৪২৯ জন‌কে হোম কোয়া‌রেন্টিনে রাখা হ‌য়। তাঁদের ম‌ধ্যে ২৬৫ জ‌নের হোম কোয়া‌রেন্টিন শেষ হ‌য়ে‌ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন