সরাইল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ

  01-04-2020 09:10PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাসরাইল উপজেলা, উচালিয়া পাড়া গ্রামের স্হানীয় প্রবীণ ব্যক্তিবর্গ উর্দুকে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা,উচালিয়াপাড়া প্রায় ১২০০ জনের মধ্য ৭ দিনের খাদ্য সামগ্রী, চাউল-১২ কেজি,ডাল-৩ কেজি,আলু-৫ কেজি, তৈল-১ কেজি, পেয়াজ-৩ কেজি, ডেটল সাবান -১টি দেশের এই করোনা ভাইরাস মহামারি লকডাউন সময়ে, আয়োজনে উচালিয়া পাড়া যুব সমাজের উদ্দ্যোগে ২৯০ টি পরিবারের যার যার বাসায় পৌঁছে দেওয়া হয়।

প্রবাসী ও গ্রামের প্রবীণদের আর্থিক সহযোগিতা ও গ্রামের যুব সমাজের এ উদ্দ্যোগ নেওয়া হয়েছে । গ্রামের রফিকুল ইসলাম মানিক(মাষ্টার)বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোনা মিয়া, আরিজ মেম্বার,জামাল মাষ্টার,মোঃ জাকারিয়া,সহ গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিলেন। প্রাবাসী ও অর্থশালীরা এভাবে দুর্যোগ ও মহামারি সময়, হতদরিদ্রদের পাশে থেকে, দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াপ্রসংসার দাবীদার ও অনুকরণীয় বিষয়, অনেক অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য ।।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন