সবজি নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে চাষিরা

  02-04-2020 08:29AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস সংকট পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে সবজি প্রদানের উদ্যোগ নিয়েছেন পাবনা জেলা কৃষক সোসাইটির চাষীরা।

বুধবার (১ এপ্রিল) পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে ৬০০ ব্যাগ সবজি তুলে দেন তারা।

কৃষক সোসাইটির সভাপতি আবুল হাশেম জানান, বাজারে চাহিদা কমে যাওয়ায় পাবনা থেকে সব্জি সরবরাহ কমে গেছে। উদ্বৃত্ত সবজি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে কৃষকরা এই দুর্যোগ মোকাবেলায় শামিল হতে চান তারা।

দুদিন পর পর ছয়শ প্যাকেট করে সবজি জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সাধারন মানুষের পাশে দাঁড়াতে কৃষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে জেলা প্রশাসন। প্রতি প্যাকেটে ফুলকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ, গাজরসহ যে পরিমাণ সবজি তারা দিয়েছেন, তাতে একটি পরিবার অন্তত দুদিন খেতে পারবে। আমরা টিসিবি পণ্যের সাথে এই সবজিগুলো বিনামূল্যে বিতরণ শুরু করেছি।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন