যাত্রী পরিবহনের দায়ে ভালুকায় ৪ ট্রাক-পিকআপের জরিমানা

  03-04-2020 12:34PM


পিএনএস ডেস্ক: করোনা পরিস্থিতিতে সরকার কর্তৃক গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলেও ট্রাক ও পিকআপে করে যাত্রী পরিবহন চলছে। ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপের চার চালককে সাড়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, গফরগাঁও বর্বরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ সদরের আবদুল কদ্দুসের ছেলে মো. রাসেল, ত্রিশাল বীররামপুরের জয়নাল আবেদীনের ছেলে মো. তৌকির আহাম্মেদ ও বিক্রমপুর শ্রীনগরের আজিজুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ওই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, ‘ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়. ট্রাক ও পিকআপে করে যাত্রী পরিবহন করায় সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছেনা। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়তে পরে। কাজেই চালকদেরকে ওই দণ্ড প্রদান করা হয়।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন