ডিমলায় ঘরবন্দী মানুষদের মাঝে মাস্ক, সাবান ও শুকনা খাবার বিতরণ

  04-04-2020 08:31PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : ইডকল সহযোগী সংস্থা সুবসতি উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ঘরবন্দী কর্মহীন মানুষদের মাঝে মাস্ক, সাবান ও শুকনা খাবার বিতরন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মাস্ক , ৩ শত সাবান ও ২ শত শুকনো খাবার বিতরন করা হয়েছে। এছাড়াও বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় এর তহবিলে সাড়ে বার মন আলু জমা দেন। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা , উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান , সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, চেয়ারম্যান ময়নুল হক, আমিনুর রহমান , সাইফুল ইসলাম লেলিন, রবিউল ইসলাম লিথন, ইডকল সহযোগী সংস্থা সুবসতি বিভাগীয় ডিভিশনাল কো-অর্ডিনেটর সুরুজ্জামান ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন