নরসিংদীতে সুবিধাবঞ্চিতদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি

  04-04-2020 09:09PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : করোনা মোকাবেলায় ঘরবন্ধি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিলেন নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন। দেশে করোনা প্রতিরোধের অংশ হিসেবে অযথা বাইরে না থেকে ঘরে থাকার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী শিশুদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক। এছাড়াও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের পাশাপাশি হরিজন সম্প্রদায় ব্যক্তিসহ অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক জানান, শুধুমাত্র শহরের ১৬০ জন হতদরিদ্র ব্যক্তি যাদের আয় উপার্জনের কোন ব্যক্তি বা কোন পথ নেই তাদেরকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। যতদিন তারা কর্মহীন থাকবেন ততদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়াও যারা প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, হরিজন সম্প্রদায়সহ অন্যান্য পেশায় থেকে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন এমন ব্যক্তিদের তালিকা তৈরী করে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। এই কাজে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন