কক্সবাজারে বজ্রপাতে ৩ লবণ চাষির মৃত্যু

  05-04-2020 12:51AM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ চাষির মৃত্যু হয়েছে। এছাড়াও প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণ ব্যাপক ক্ষতি হয়েছে ।

শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে প্রবল ঝড়ের তান্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক ( ১৭) মিয়া। পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫) ।

লবণ চাষিদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন