ডোমারে জ্বর ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

  08-04-2020 07:24PM

পিএনএস ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া উপসর্গ নিয়ে মো. ওয়ালিয়ার রহমান (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান। আজ বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম দিপুসহ ও স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় এলাকাবাসী কেউ অংশ নেয়নি। সেখানে চৌকিদার পাহারা রাখা হয়েছে। বাইরের লোকজনকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের উপস্থিতিতে তার তিন ছেলে ও একজন ভাগনেসহ ৫/৬ জন জানাজায় অংশ নেয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, করোনার উপসর্গ দেখে এলাকায় পেনিক সৃষ্টি হয়েছে। সে জন্য নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে। মৃত বৃদ্ধের বাড়ির ৫০০ গজের মধ্যে আর কোনো বসতবাড়ি না থাকায় শুধু ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। বৃদ্ধের স্ত্রী ও ছেলে এবং পুত্রবধূকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওই পরিবারকে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন