রামপালে ১২ হাজার ৭৭৪ দুঃস্থ পরিবারের তালিকা চূড়ান্ত

  08-04-2020 07:33PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর খাদ্য শস্য নগদ অর্থ বিতরণের লক্ষ্যে একটি অগ্রাধীকার তালিকা ইতিমধ্যে চুড়ান্ত করা হয়েছে। এ পর্যন্ত ৩২ মেট্রিক টন চাল ও ১ লক্ষ ৬৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা ইতিমধ্যে পর্যায়ক্রমে দুঃস্থ ও কর্মহীন ৩২’শ পরিবারের মাঝে বন্টন করা হয়েছে। নতুন করে ১২ হাজার ৭৭৪টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে। ক্যাটাগরি ভিত্তিক কর্মহীনদের তালিকার মধ্যে ভিক্ষুকের সংখ্যা রয়েছে ১৩০ জন। ভবঘুরে ২৫৯ জন। দিনমজুর ৫ হাজার ৭৩২ জন। ভ্যান গাড়ি/রিক্সা চালক ২ হাজার ১৭২ জন। পরিবহন শ্রমিক ৫৬৬ জন। রেষ্টুরেন্ট শ্রমিক ২৬ জন। ফেরীওয়ালা ১৮ জন। চা দোকানদার/চা শ্রমিক ৮৬৪ জন। নির্মান/ কৃষি শ্রমিক ৮১৭ জন। নি¤œ আয়ের মানুষ যারা লাইনে দাঁড়িয়ে ত্রান নিতে সংকোচবোধ করেন এমন রয়েছেন ৭৯৫ জন। হতদরিদ্র পরিবার রয়েছে ৮৫৫ জন ও অন্যান্য ৫৪০ জন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে ট্যাগ অফিসারদের মাধ্যমে দুঃস্থ ও কর্মহীনদের তালিকা প্রনয়নে সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে কোন দুঃস্থ ও কর্মহীন মানুষ বাদ না পড়েন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়তা অব্যহত থাকবে। মাঠ পর্যায়ে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সার্বক্ষনিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে মানুষ যাতে ঘরে থাকে সেদিকেও নজরদারী জোরদার করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন