মির্জাগঞ্জে ৪৫ ফিট বেড়িবাঁধ বিধ্বস্ত

  21-05-2020 12:50AM

পিএনএস ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জে শুরু হয়েছে সুপার সাইক্লোন "আম্ফান" তান্ডব। বুধবার সন্ধ্যার পর থেকে প্রবেল বেগে বইতে শুরু করেছে বাতাস। চারদিকে শুধু বাতাসের শোশো শব্দ। ক্রমশই বেড়ে চলেছে বাতাসের গতি।বাতাসের গতির সাথে পায়রা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।প্রবল স্রোত ও ঢেউয়ের তোপে উপজেলার রামপুর এলাকার প্রায় ৪৫ ফিট ও গোলখালী সুইজগেট দক্ষিণ পাশেট বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে বলে জানাযায়।

ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ওই এলাকার বেশ কয়েকটি গ্রাম।এছাড়াও কিছু কিছু নিম্ন অঞ্চলে অরক্ষিত বেরিবাঁধ ও রাস্তা উপর দিয়ে ঢুকছে পানি।এমন কী ওই এলাকার ঘর বাড়ি ভিতরে পানি প্রবেশ করছে বলে এলাকাবাসী জানান।ইতিপূর্বে কপালভেড়া আবাসন, মির্জাগঞ্জ মাজার এলাকা সুন্দ্রা,পিঁপড়াখালী সহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন বলেন,এখন পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুটের উপরে পানি বৃদ্ধি পেয়েছে।উপজেলার ৫৭ টি আশ্রয় কেন্দ্রে ৩৪ হাজার লোকজন আশ্রয় নিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্নয় করা যায়নি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন