হবিগঞ্জে মাঠের দখল নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

  26-05-2020 11:02PM

পিএনএস, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামে পতিত মাঠ নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কালা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। নিহত কালা মিয়া কাশিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতখাই গ্রামের একটি মাঠ নিয়ে করিম মিয়া ও কালাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে কালাই মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজন হলেন, কিম্মত আলী (৭০), করিম (৩৫), তাসলিমা (২৬), শহীদ (৪০), শফিক (৩৫), মধু মিয়া (৪৫), মুজিব (৩৫), সুবল মিয়া (২৯), পলাশ (১৮), ইদু মিয়া (৪২), শামীম (৩২), আতাউর রহমান (৩২)।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন