মুলাদীতে বজ্রপাতে কৃষক নিহত

  27-05-2020 06:42PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : ঝড়ো হাওয়া আর প্রবল বর্ষণে বরিশালের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে বৃষ্টিতে ডুবে গেছে নগরীর অধিকাংশ সড়ক। জেলার মুলাদীতে বজ্রপাতে আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সকাল ৮টা থেকে বরিশালে শুরু হয় ঝড়ো হাওয়া, সেইসঙ্গে অবিরাম বৃষ্টি। সকাল ১১টা পর্যন্ত নগরীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। এর ফলে নগরীর নবগ্রাম সড়ক, পলাশপুর, ভাটিখানা, কাউনিয়া, ভাটারখাল, সদর রোড, বরিশাল প্রেসক্লাব গলি পানিতে তলিয়ে যায়।

এদিকে কালবৈশাখীতে বজ্রপাতে মুলাদী উপজেলায় আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।

মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, সকালে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মান্নানের মৃত্যু হয়।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন