ফরিদপুরে একদিনে করোনায় আক্রান্ত ২৪ জন

  27-05-2020 11:52PM

পিএনএস ডেস্ক : ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। বুধবার ফরিদপুরে নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০৪ জন।

বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

ফরিদপুরে নতুন করে যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর শহরসহ সদরে ১৩, ভাঙ্গায় ৫, সদরপুরে ২ এবং বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় একজন রয়েছেন।

ফরিদপুর সদরে আক্রান্তদের মধ্যে পাঁচজনই আত্মীয়-স্বজন। তারা শহরের নিলটুলী মহল্লার বাসিন্দা।

ফরিদপুরে মোট শনাক্ত ২০৪ জনের মধ্যে ফরিদপুর সদরে ৫৮ জন, বোয়ালমারীতে ৪২ জন, ভাঙ্গায় ৩৩, আলফাডাঙ্গায় ২৪ জন, নগরকান্দায় ২১ জন, চরভদ্রাসনে ১২, সদরপুরে ৬ জন, মধুখালীতে ৫ জন এবং সালথায় ৩ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন