আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন আটকে পড়া ১০৯ ভারতীয়

  28-05-2020 08:19PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া ১০৯ জনকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল। এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয়হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

তাদেরকে অভ্যর্থনা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় আটকে পড়া ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদেরকে ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ দেন এই হাই কমিশনার। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা হাইকমিশনের প্রতি ধন্যবাদ জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন