কক্সবাজারে আরও ৭৬ জনের করোনা সনাক্ত

  29-05-2020 03:04AM

পিএনএস ডেস্ক : কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। একদিনেই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৩ জন নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৬ জন। অপর ৬ জনেরটা ছিল ফলোআপ রিপোর্ট।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৩১ জন, উখিয়া উপজেলার ৬ জন, চকরিয়া উপজেলার ৯ জন, টেকনাফ উপজেলার ১ জন, রামু উপজেলার ১২ জন, লামার ১ জন, নাইক্ষ্যংছড়িতে ১ জন, বান্দরবনের ২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন রয়েছে।

ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ৫৭ দিনে মোট ৬০৩৮ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট করা হয়। তার মধ্যে রোহিঙ্গাসহ ৬১৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫০ জন, মারা গেছেন ২ নারী সহ ৯ জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন