বরিশালে সন্ধা নদীতে হঠাৎ ভাঙনে বিলীন ১২ বসতঘর

  30-05-2020 07:16PM

পিএনএস ডেস্ক: বরিশাল বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপির মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজারের অদূরে সন্ধা নদীতে হঠাৎ ভাঙনে ১২টি বসতঘর বিলীন হয়ে গেছে।

শুক্রবার রাতে ওই ভাঙনের কবলে পড়ে রতন বাড়ৈ, নিকুঞ্জ দেউরী, মনি বাড়ৈ, অনিল দেউরী, যশরত নাটুয়া, সুনীল মাল, হাবিব সিকদার, রাজে আলী সিকদার, নির্মল বাড়ৈ, অমৃত মধু, শ্যামল গাইন ও কৃষ্ণ বৈদ্যের বসতঘর। একরাতে সবকিছু হারিয়ে দিশেহারা ওই পরিবারগুলো।

সংবাদ পেয়ে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. মন্নান মৃধা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খাবারের দায়িত্ব নেয়ার পাশাপাশি পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন। এ সময় সৈয়দকাঠি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, স্থানীয় ইউপি সদস্য পনিরুজ্জামান পনির প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা জানান, ওই ১২টি পরিবারের বসতভিটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং ভাঙন অব্যাহত থাকায় আরো বেশ কয়েকটি বসতঘর সরিয়ে নেয়ার কাজ চলছে।

এ ব্যাপারে বানারীপাড়া ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বিক সহায়তা দেয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন