সিলেটে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

  02-06-2020 06:28PM

পিএনএস ডেস্ক: অভ্যন্তরীণ বিরোধের জেরে সিলেটে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবারের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের গাড়ি ভাঙচুর করেছে বিপক্ষ দলের লোকেরা। এ ঘটনায় অপর পক্ষেরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

জানা যায়, এক পক্ষের নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছেন অপর পক্ষের শ্রমিকরা। মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে শ্রমিকরা এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঘটেছে গাড়ি ভাঙচুরের ঘটনা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন