কিশোরগঞ্জে নতুন করোনা শনাক্ত ৪৭

  05-06-2020 05:15PM

পিএনএস ডেস্ক : কিশোরগঞ্জে নতুন করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

সর্বশেষ শুক্রবার পাওয়া রিপোর্টে এতথ্য পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে সর্বশেষ সংগৃহীত মোট ১৭৮ জনের নমুনার মধ্যে ১২৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ৪৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

তিনি জানান, দুইজনের নমুনা বাতিল বা ইনভেলিড হয়েছে। মোট ২২১ জনের নমুনার মধ্যে ৬৭ জনের নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে। এতে ২৩ জনের পজেটিভ এবং ৪৪ জনের নেগেটিভ এসেছে।

শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ৫০৩ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলার হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার ৬৫ জন, হোসেনপুর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৪১ জন, তাড়াইল উপজেলায় ৫০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২৬ জন, কটিয়াদী উপজেলায় ১৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১৯ জন, ভৈরব উপজেলায় ১৮৩ জন, নিকলী উপজেলায় ১০ জন, বাজিতপুর উপজেলায় ৩২ জন, ইটনা উপজেলায় ১৭ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন