সুন্দরগঞ্জে পৃথক অভিযানে মাদক কারবারি গ্রেফতার

  06-06-2020 06:48PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় ১০ কেজি ওজনের ৫টি বাড়ন্ত গাঁজার গাছ, ২’শটি ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৭’শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৃথক ৩টি মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রায়হানুজ্জামান, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে নিজের বসতভিটায় চাষকৃত ১০ কেজি ওজনের ৫টি বাড়ন্ত (উঠতি) গাঁজার গাছ উদ্ধার করেন। এসময় গাঁজা চাষী রিজু মিয়া (৩৩) পালিয়ে যায়। গাঁজাচাষী রিজু উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের মৃত গফুর উদ্দিনের পুত্র। এছাড়া, সাড়ে ৭’শ গ্রাম শুকনো গাঁজা ও ২’শ টি ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ মাকদ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরা হল- সুন্দরগঞ্জ পৌরশহরের মধ্য বামনজল মহল্লার গণেশ সরকারের পুত্র তাপস সরকার (২৬), মৃত আবুল হোসেনের পুত্র রুবেল মিয়া (২৮) ও দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের আঃ খালেকের পুত্র শফিকুল ইসলাম (৩২)। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৩টি পৃথক মামলা রুজু করা হয়েছে। শফিকুল ইসলাম এসব মামলার মধ্যে ২টি মালার আসামী।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন