নরসিংদীতে প্রাইভেটকারসহ চোরচক্রের গ্রেফতার ১

  06-06-2020 09:24PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : ৯৯৯ নম্বরে ফোন অতপর নরসিংদী জেলা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া প্রাইভেটকারসহ আন্ত:জেলা গাড়ী চোর চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকার শেখেরচর বাসস্ট্যান্ড হতে চুরি হওয়া প্রাইভেটকার জেলার বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড হতে উদ্ধার করা হয়। এসময় গাড়ী চোরচক্রের সদস্য মনিরুজ্জামান রাজিব (৩২) কে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, শুক্রবার (০৫ জুন) রাত অনুমান ১০'৩০ ঘটিকায় মাধবদী থানাধীন শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জনৈক আবুল হাসান মোল্লা তার সাদা রংয়ের প্রাইভেটকার, টয়োটা করোলা যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-গ-১৪-৯২৫৮ গাড়ীটি রেখে দরকারী কাজে যায়। কাজ শেষে ফিরে এসে গাড়ীটি যথাস্থানে না পেয়ে হতবিহ্বল হয়ে বাংলাদেশ পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ কল করে। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ অপারেটর গাড়ীর মালিককে নিকটস্থ মাধবদী থানায় যাওয়ার জন্যে অনুরোধ করেন। ইতোমধ্যে ৯৯৯ অপারেটর মাধবদী থানাকে বিষয়টি অবগত করেন। গাড়ীর মালিক মাধবদী থানায় গিয়ে ঘটনা বললে মাধবদী থানার ডিউটি অফিসার তাৎক্ষণিক ভাবে সহায়তা করার জন্যে নরসিংদী জেলা পুলিশ কন্ট্রোল রুম (০১৭১৫১৬০২৬৬) কে অবগত করেন। কনট্রোল রুম বিষয়টি পুলিশ সুপার নরসিংদীকে অবগত করেন। নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এর দিক নির্দেশনায় জেলা পুলিশ কন্ট্রোল রুম গাড়ীর নম্বরসহ সমগ্র জেলাকে অবগত পূর্বক সতর্ক করেন। জেলা পুলিশ গুরুত্বের সহিত গাড়ী চুরির বিষয়টি আমলে নেন। একই রাত সাড়ে ১২টায় বেলাব থানায় কর্মরত এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলা কনট্রোল রুমের তথ্য মোতাবেক ঢাকা-সিলেট মহাসড়ক এর বারৈচা বাসষ্ট্যান্ড এলাকা হতে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধারসহ গাড়ি চোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গাড়ি চোর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার, হুরারকুল গ্রামের মৃত আঃ মমিন এর ছেলে মনিরুজ্জামান রাজীব (৩২)। সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতোপূর্বে একাধিক গাড়ী চুরি, ছিনতাই ও মাদক মামলা আছে। উক্ত বিষয়ে বেলাব থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন