কুমেকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৬

  01-07-2020 11:34AM


পিএনএস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জনই পুরুষ।

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃতরা হচ্ছে চাঁদপুর শাহরাস্তির আমিনুল হক (৭৫), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জহির খান(৫০), একই এলাকার আবদুল করিম(৬০), আইসিইউতে মারা যান কুমিল্লার চৌদ্দগ্রামের মফিজুর রহমান (৮০), চাঁদপুর শাহরাস্তির আবদুল করিম (৬৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মফিজুল ইসলাম (৬৫)।

এদিকে এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৩ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১২৭ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১০৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭১ জন চিকিৎসাধীন আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন