এলাকার একমাত্র স্কুলটিও ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলিনের অপেক্ষায়!

  01-07-2020 03:23PM

পিএনএস ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলিন হতে চলছে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

বিদ্যালয়টি রক্ষায় কোন প্রকার উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থীর পাঠদানের অত্র এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরানো বা বিদ্যালয় ভবনটি রক্ষার্থে নদের পাড় ভাঙনরোধে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

নদী ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষা বা স্থানান্তর নিয়ে নকলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জুয়েল বলেন, আজ সকালে আমি ঐ বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে দেখতে পেলাম নদ থেকে প্রায় ১৩ফুট দূরে বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় বিদ্যালয়টি ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি।

নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, ভাঙন কবলিত বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন