তাহিরপুরে বর্ষা এলেই দুর্ভোগ

  02-07-2020 03:59PM

পিএনএস, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভাঠির জনপদ হাওর বেষ্টিত হাওরের রাজধানী হিসেবে পরিচিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতি বৃষ্টিজনিত কারণে ওপারের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করার অকাল বন্যা দেখা দিয়েছে।গত শুক্রবার থেকে অতি বৃষ্টির ফলে উপজেলার নদীগুলো পানিতে ফুঁসে উঠেছে যার ফলে গ্রামীন জনপদের কাঁচা রাস্তাগুলো তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গৃহবন্দী হয়ে পড়েছেন উপজেলার অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ।

জীবিকার তাগীদে দুর্ভোগ নিয়ে ছোট ছোট ফেরী নৌকা দিয়ে যেতে হচ্ছে হাট-বাজারে।গ্রামীন জনপদের কাঁচা রাস্থা গুলো বর্ষার শুরুতে বিশেষ করে আষাঢ় মাসে অতি বৃষ্টির ফলে কাঁচা রাস্তাগুলো কাঁদা মাটিতে পিচ্ছিল হয়ে যায়।হাট-বাজারে দুর্ভোগ নিয়ে যেতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের।

বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কাঁদাজনিত কাঁচা রাস্থা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ হয়ে দাঁড়ায়, কেউ আবার নিয়মিত যেতে পারে না বিদ্যাপাঠে অংশ নিতে।এভাবে বর্ষাতে বঞ্চিত হতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের।এভাবেই মানবেতর জীবনযাপন করছেন হাওর অঞ্চলের কয়েক হাজার মানুষ সহ শিক্ষার্থীরা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন