রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ

  02-07-2020 09:16PM

পিএনএস ডেস্ক : পঞ্চগড়-দেবীগঞ্জের যাতায়াতের একমাত্র এই সড়কটির খয়েরবাগান এলাকার রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়কে ভেঙে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় লাখো মানুষ।

জানা গেছে, বৃহস্পতিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বুড়িতিস্তা নদীর খয়েরবাগান এলাকার রাঙ্গাপানি সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। ফলে দেবীগঞ্জ উপজেলার সদরের সঙ্গে দেবীগঞ্জ, ট্রেপিগঞ্জ, চিলাহাটি, শালডাঙ্গাসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে দেবীগঞ্জ যেতে এসব এলাকাবাসির ১৫ কিলোমিটার ঘুরে পাশের ডোমার ইউনিয়নের মির্জাগঞ্জ দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে।

খয়েরবাগান এলাকার সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সেতুটি ভেঙ্গে যায়। এর আগে সেতুর অবকাঠামোর চেয়ে পানি প্রবাহ বেশি থাকায় সেতুর দুই পাশ দিয়ে পানি প্রবাহিত হয়।

দেবীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু তোরাব সরকার জানান, রাঙ্গাপানি সেতুর উভয় পাশের সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতুর পূর্ব পাশে প্রায় ১০০ ফুট এবং পশ্চিম পাশে প্রায় ৫০ ফুট সড়ক পানির তোড়ে সরে গেছে। সেতুটিও ঝুঁকির মধ্যে পড়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, নদীতে স্রোত বেশি থাকায় সড়কটি এখন মেরামত করা সম্ভব নয়। পানি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগ এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামান, দেবীগঞ্জ ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। নদীতে প্রবল ¯্রােত থাকায় শিগগিরই সংযোগ সড়ক মেরামত করার সুযোগ নেই।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন