সরাইলে জাপান অভিবাসীর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  03-07-2020 09:14PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলা জাপান অভিবাসী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) এর উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় অন্তত দুই শতাধিক পরিবারের মাঝে নগদ তিন লক্ষ টাকা, খাসির মাংস, পোলাও চালসহ নানা নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল-এর বাড়ির আঙ্গিনায় আনুষ্ঠানিক দুস্থদের মাঝে এ নগদ অর্থ ও মাংসসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগ ঘরানা পরিবারের সদস্য জাপান অভিবাসী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আলী বিল্লাল-এর ছেলে।

এদিকে বর্তমান সঙ্কট কালীন সময়ে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পেয়ে দুস্থ মানুষেরা খুশি হন এবং তারা প্রাণভরে দোয়া করেন। এসময় পলাশের বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা আবু শামীম মোহাম্মদ শরীফ টিংকু ও ছোট বোন কানিজ ফাতেমা স্মৃতি তাঁদের প্রয়াত মা ও বাবার জন্য সকলের কাছে দোয়া চান এবং প্রবাসে থাকা তাঁদের ভাইদের সুস্বাস্থ্য কামনা করেন। এসময়ে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিকবার নির্বাচিত সদস্য সমাজকর্মী ও সরাইল উপজেলা রিপোর্টস ইউনিটির পচার ও পকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও সমাজসেবক লোকমান হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুর রহমান (রকিব) এনজিও কর্মী সাদেক মিয়া, সমাজকর্মী আব্দুল হানিফ, সাদাকাত হিরো, সরাইল সদর ইউনিয়ন পরিষদের সচিব জুয়েল ঠাকুর, রওশন আলী, ও কবি মিজান পারভেজ প্রমুখ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন