কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত ৮৬ জন

  05-07-2020 03:23AM

পিএনএস, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের। এখন পর্যন্ত ১৯ হাজার ৮২৬ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফল এসেছে ১৮ হাজার ১৯০টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৬৪ জনের। কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, শনিবার আক্রান্তরা হলেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২০ জন, নাঙ্গলকোটের একজন, দেবিদ্বারের সাতজন, চৌদ্দগ্রামের ১৯জন, সদর দক্ষিণের ও মুরাদনগরের পাঁচজন করে, মনোহরগঞ্জের ও চান্দিনার, দাউদকান্দির দুইজন করে, তিতাসের চারজন, মেঘনার তিনজন, হোমনার ও বরুড়ার আটজন করে আক্রান্ত হয়েছে।

শনিবার ৩৩ জন সুস্থসহ জেলায় এখন পর্যন্ত এক হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছেন। শনিবার তিনজনসহ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১০৬ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন