চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

  06-07-2020 05:16PM

পিএনএস ডেস্ক : একচুয়াল কোর্টের দাবিতে চট্টগ্রাম আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েকশ’ সাধারণ আইনজীবী। সোমবার দুপুরে আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চট্টগাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরুল আনোয়ার, কফিল উদ্দিন, সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক জেলা পিপি এনামুল হক, সাবেক বার সেক্রেটারি এএম নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভার্চুয়াল কোর্টের কারণে সারা দেশের আইনজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশে এখন প্রায় সবকিছুই ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে। তাই ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা বাতিল এবং একচুয়াল কোর্ট চালুর দাবি জানাচ্ছেন। অবিলম্বে একচুয়াল কোর্ট কার্যকর না করলে পরবর্তীতে বক্তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও মানববন্ধনে হুশিয়ার করেন।

আইনজীবী টিআর খান বলেন, সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনায় আইনমন্ত্রী পর্যায়ক্রমে একচুয়াল কোর্ট চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়াও আইনজীবীদের প্রণোদনা দেয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে বলে আইনমন্ত্রী আলোচনায় জানিয়েছেন। আমরা দ্রুত একচুয়াল কোর্ট চালুর দাবি জানাচ্ছি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন