শেরপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি : ব্যবসায়ীর জরিমানা

  06-07-2020 08:15PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি ও সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৬জুলাই) দুপুরের দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি হিন্দুপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, পুলিশের উপ-পরিদর্শক মো. ফজলুল হকসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ-াদেশ পাওয়া ওই মাংস ব্যবসায়ীর নাম মো. আতাউর রহমান। তিনি খামারকান্দি গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, ওই মাংস ব্যবসায়ী একটি রোগাক্রান্ত গরু জবাই করে এলাকায় মাংস বিক্রি করছে-গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে এক মণ মাংস জব্দ করাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি ও সংরক্ষণের অপরাধে মাংস ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে জব্দকৃত মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে বলে সূত্র জানান।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন