মুন্সীগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

  08-07-2020 12:55AM

পিএনএস, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে হরেক রকমের মাছের সঙ্গেই অবাধে বিক্রি হচ্ছে রাক্ষুসে পিরানহা। স্থানীয়রা জানায়, উপজেলার হোসেন্দী, মেঘনা পুরাতন ঘাট, চরচাষী, বাউশিয়া দাসকান্দি বাজারসহ একাধিক স্থানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি হচ্ছে।

মঙ্গলবার উপজেলার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে পিরানহা বিক্রি হতে দেখা গেছে। বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী বিভিন্ন ধরণের মাছের সঙ্গেই ডালাতে সাজিয়ে পিরানহা বিক্রি করছেন। স্থানীয়রা অধিকাংশ সময়ই রূপচাঁদা মাছ ভেবে পিরানহা ক্রয় করেন।

গজারিয়া উপজেলা মৎস্য অফিসার শেখ আসলাম হোসাইন জানান, পিরানহা মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মাছ চাষ ও বিক্রি নিষেধ। শিগগির পিরানহা মাছ বিক্রি প্রতিরোধে অভিযানে নামবে স্থানীয় মৎস্য কার্যালয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন